32 C
আবহাওয়া
৮:১৪ অপরাহ্ণ - মে ৭, ২০২৫
Bnanews24.com
Home » রোজা (সিয়াম) ভঙ্গের কারণসমূহ

রোজা (সিয়াম) ভঙ্গের কারণসমূহ


সিয়াম ভঙ্গ হওয়ার কারণসমূহ-
নিন্মোক্ত যেকোনো কারণ দেখা গেলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে
১। ইচ্ছাপূর্বক পানাহার ও ধূমপান করা।
২। স্বেচ্ছায় বমি করা
৩। স্বামী-স্ত্রী মিলন বা যেকোনো প্রকার যৌন ক্রিয়া
৪। পানাহারের বিকল্প কিছু গ্রহণ করা, যেমন- ইনজেকশান বা রক্ত গ্রহণ করা
৫। মাসিক স্রাব (হায়েয) ও প্রসবোত্তর স্রাব (নিফাস)।

রোজা অবস্থায় রক্ত দেয়া-নেয়া-
শরীরে রক্ত প্রবেশ করানোর হুকুম ইনজেকশনের মতোই। অর্থাৎ, রক্ত স্বাভাবিক প্রবেশ পথ দিয়ে প্রবেশ করে না এবং তা দেমাগ বা পেটে পৌঁছে না, তাই রক্ত নিলে রোজা নষ্ট হবে না।

রোজা (সিয়াম) ত্যাগকারীর শাস্তি-
যারা বিনা উযরে সিয়াম ভঙ্গ করে তারা ভীষণ শাস্তির সম্মুখীন হবে। এ বিষয়ে আবূ উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ’একদিন আমি স্বপ্নে দেখলাম যে, একটি সম্প্রদায় উল্টোভাবে ঝুলছে। তাদের গালটি ফাঁড়া। তা থেকে রক্ত ঝরছে। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? বলা হলো, এরা ঐসব ব্যক্তি যারা বিনা উযরে রামাদান মাসের সিয়াম ভঙ্গ করেছিল’।

কেউ হয়তো সিয়াম বা রোজা রাখা অবস্থায় ভুলে পানাহার শুরু করে দিল। এমন সময় হঠাৎ স্মরণ হওয়ামাত্র মুখের অবশিষ্ট খানা বা পানীয় ফেলে দেবে আর যতটুকু ভুলে খাওয়া হয়ে গেছে সেজন্য সিয়াম ভঙ্গ হবে না। তবে এ দৃশ্য যে দেখবে তার ওপর ফরয হলো সিয়াম পালনকারীকে স্মরণ করিয়ে দেয়া।  সূত্র : আহলান সাহলান মাহে রামাদান

আরও পড়ুন : পাঁচওয়াক্ত নামাজ পড়ার নিয়ম

বিএনএনিউজ২৪, বিএম

Loading


শিরোনাম বিএনএ