19 C
আবহাওয়া
৮:৩৮ অপরাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » সাংসদ মিমিকে বিয়ের চ্যালেঞ্জ দিল যুবক

সাংসদ মিমিকে বিয়ের চ্যালেঞ্জ দিল যুবক

মিমি

বিনোদন ডেস্ক: মিমি চক্রবর্তী। টলিউডের নায়িকা। যাদবপুরের সাংসদ। তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন এক যুবক। ঠিক প্রস্তাবও নয়, মিমিকে জীবনসঙ্গী করার দৃঢ় সংকল্পের কথা এক প্রকার ঘোষণা করলেন তিনি।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধেবেলায় নিজের অনুরাগীদের সঙ্গে একটি ‘কিউএন্ডএ সেশন’ অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব শুরু করেন অভিনেত্রী। অনুরাগীদের সঙ্গে নিজের যোগসূত্র বজায় রাখার জন্য আগেও বেশ কয়েকবার এই পন্থা নিয়েছেন মিমি। নিষ্ঠা সহকারে সকলের সব প্রশ্নের উত্তর দেন সাংসদ-অভিনেত্রী। এ বারও অন্যথা হয়নি। এক এক করে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সকলের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মিমি। কিছুক্ষণ এ ভাবে চলার পরেই এক অনুরাগী নিজের মনের ইচ্ছা জানান মিমিকে।

তিনি লেখেন, ‘তুমি যত বড় তারকাই হও না কেন, তোমাকে আমি বিয়ে করবই’। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এ কথার উত্তর ফিরিয়ে দেন মিমি।

সাংসদ-অভিনেত্রী বলেননি কিছুই। গানের মাধ্যমে উত্তর দিলেন তিনি। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মুঝসে শাদি করোগি’ ছবির ‘টাইটেল ট্র্যাক’টি জুড়ে দিয়েছেন নিজের স্টোরিতে। অর্থাৎ অনুরাগীর এই কথাকে নিছক মজার থেকে বেশি কিছুই ভাবেননি তিনি।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ