19.5 C
আবহাওয়া
৬:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ছাত্রকে জুতাপেটা করলেন রাহাত ফতেহ আলি খান

ছাত্রকে জুতাপেটা করলেন রাহাত ফতেহ আলি খান


বিএনএ, ঢাকা: পাকিস্তানের  বিখ্যাত কাওয়াল রাহাত ফতেহ আলি খান। উপমহাদেশসহ সারা বিশ্বে তাঁর  কন্ঠের ইন্দ্রজালে বুঁদ অগণিত ভক্ত। শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে রাহাত  ফতেহ আলি খানের মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ।

যাতে দেখা যাচ্ছে , তিনি তাঁর এক ছাত্রকে জুতাপেটা করছেন।এসময় ভিকটিম তাকে না মারার জন্য অনুরোধ করেন। পরে কয়েকজন এসে রাহাত ফতেহ আলি খানের হাত থেকে ওই যুবককে ছাড়ানোর চেষ্টা করেন।

এ নিয়ে তার ভক্তরা খুব হতাশ । নেটিজেনরা রাহাতের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।তারা মনে করছে, ফতেহ আলি খানের মতো  মহান শিল্পীর এ কাজ শোভা পায়না।

পীরের দেয়া পানির বোতলকে কেন্দ্র করে এ ধরনের নির্দয় আচরণ করেছেন রাহাত ফতেহ আলি খান।

এ ঘটনায় নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওবার্তা দিয়েছেন রাহাত ফতেহ আলী খান। তিনি বলেন, এটা শিক্ষক ও ছাত্রের অভ্যন্তরীণ বিষয়। আমরা একজন ছাত্রকে ভালো কাজের জন্য ভালোবাসি, সেইসঙ্গে সে ভুল করলে তাকে শাস্তি দিই।

তিনি বলেন, আমি পানির বোতলের কথা ভুলে গিয়েছিলাম; যা আমার পীর দিয়েছিলেন। তবে এ ঘটনায় আমি আমার ছাত্র নাভিদ হুসনাইনের কাছে ক্ষমাও চেয়েছি।

এ দিকে ঘটনার বিষয়ে ভিকটিম নাভিদ হুসনাইন বলেন, বোতলটিতে পীরের দেওয়া পানি ছিল; যা তিনি ভুলভাবে ফেলেছিলেন।

তিনি আরও বলেন, রাহাত ফতেহ আলী খান আমার বাবার মতো, আমার শিক্ষক। যেই এ ভিডিও করেছে, সে শুধু আমার শিক্ষককে ব্ল্যাকমেইল করেছে তার মানহানির জন্য।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ