22 C
আবহাওয়া
১০:৫৫ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » গাইবান্ধা থেকে অপহৃত কিশোরী চট্টগ্রামে উদ্ধার

গাইবান্ধা থেকে অপহৃত কিশোরী চট্টগ্রামে উদ্ধার


বিএনএ, চট্টগ্রাম : গাইবান্ধা থেকে অপহৃত এক কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র‌্যাব-৭। সোমবার (২৬ ডিসেম্বর)  নগরীর পতেঙ্গা থানাধীন কর্ণফুলী ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত শাকিল মিয়া (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

শাকিল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার রাজস এলাকার মজিদুল মিয়ার ছেলে।

র‌্যাব-৭ জানায়,‘ভিকটিম তার মা-বাবার সঙ্গে গাইবান্ধার বাসায় বসবাস করতো। আসামি শাকিল মিয়া বিভিন্ন সময়ে তাকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতো। আপত্তিকর কথাবার্তা বলার পাশাপাশি প্রেমের প্রস্তাব দিতো। ভিকটিমের বাবা তার মেয়েকে বিরক্ত না করার জন্য শাকিলের বাবাকে বিষয়টি অবহিত করে। এতে শাকিল ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে অপহরণ করার পরিকল্পনা করে। গত ২৮ মে বিকালে ভিকটিম কোচিং শেষে বাড়ি ফেরার পথে দু-তিন জন সহযোগী নিয়ে শাকিল সিএনজি অটোরিকশায় তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের বাবা গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার অপহরণকারীকে চট্টগ্রামের পতেঙ্গা কর্ণফুলী ইপিজেড এলাকা থেকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ