18 C
আবহাওয়া
১০:৩২ অপরাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে প্রাণ গেল ৩ জনের

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে প্রাণ গেল ৩ জনের


বিএনএ, বিশ্ব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। একইসঙ্গে আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (২৬ ডিসেম্বর) একটি বোলিং গলিতে এ ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ জানিয়েছে।

ভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান ড্যান ও’ শিয়া বলেন, ঘটনাটি এখনও নজরদারি পর্যায়ে। তদন্ত চলছে। আমাদের তিনজন লোক মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এতে আরও তিনজন লোক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রকফোর্ড সিটি পুলিশ টুইটারে লোকদের ডন কার্টার ল্যানসের বোলিং গলির কাছাকাছি এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। কারণ পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। কর্মকর্তারা এলাকাটিতে সর্বোচ্চ নিরাপত্তা দিতে চেষ্টা করছেন।

ও’ শিয়া বলেন, এ ঘটনায় ইতোমধ্যে একজনকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। তবে তিনিই কি-না সেটা এখনও নিশ্চিত নয়। এছাড়া বন্দুকধারীর কোনো উদ্দেশ্য ছিল কি-না, তাও এখনও জানা সম্ভব হয়নি।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ