বিএনএ, বিশ্বডেস্ক: স্থানীয় নির্বাচনে পরাজয়ের পর পার্টি প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। শনিবার (২৬ নভেম্বর) ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রধানের পদ ছাড়েন তিনি।
নির্বাচনে পরাজয়ের সব দায় নিজ কাঁধে তুলে নিয়ে তাইওয়ানের প্রেসিডেন্ট বলেন, প্রত্যাশা অনুযায়ী ফলাফল হয়নি। আমরা তাইওয়ানের জনগণের সিদ্ধান্তকে গ্রহণ করছি।
তিনি আরও বলেন, আমাদের দুঃখ করার সময় নেই। আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু আবারও উঠে দাঁড়াব।
তাইওয়ানের ৯টি শহর ও ১৩টি কাউন্টির মেয়র ও সিটি কাউন্সিল সদস্য নির্বাচনে গতকাল ভোট হয়েছে। ভোটে অধিকাংশ মেয়র পদে বিরোধী দলের প্রার্থীদের বেছে নিয়েছেন ভোটাররা। এমনকি রাজধানী তাইপেতে মেয়র নির্বাচিত হয়েছেন বিরোধী দলের প্রার্থী চিয়াং ওয়ান-আন।
বিএনএ/এমএফ