বিএনএ, ক্রীড়া ডেস্ক : আগামী মাসেই আইপিএল ২০২২-এর মেগা অকশান। আগের আইপিএলে অংশগ্রহণকারী ৮টি দলের সাথে এই বছর দুটি নতুন দল সংযোজিত হয়ে মোট ১০ দলের আইপিএল হতে চলেছে ২০২২ সালে। ইয়ন মর্গ্যান এবং সাকিব আল হাসানকে সম্ভবত দেখা যাবে না কেকেআর জার্সিতে।
নিলামে খেলোয়াড় বাছাই করার জন্য ভারতীয় বোর্ড, বিসিসিআই প্লেয়ার রিটেনসন পলিসি এনেছে। যেখানে আগের ৮টি দল নিজেদের যে কোনো ৪ জন খেলোয়াড় ধরে রাখতে পারবে। সেই খেলোয়াড়ের তালিকা এই মাসের শেষেই জমা দিতে হবে। আপাতত কোনো দলই নিজের কোনো খেলোয়াড়দের ধরে রাখতে ইচ্ছুক তার সূচি প্রকাশ করেনি।
আর সেই বিষয়টিকে সামনে রেখে যে প্রশ্ন ভাসছে বাতাসে তাহলো – বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান কে ধরে রাখবে কলকাতা?
ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে, আগামী ৩০ নভেম্বর আইপিএল কর্তৃপক্ষকে যে তালিকা জমা দেবে কলকাতা, তাতে থাকছে না সাকিব আল হাসান ও অধিনায়ক ইয়ন মরগানের নাম। দীনেশ কার্তিকের থাকা না থাকা নিয়েও শঙ্কা রয়েছে।
বিএনএ/ ওজি