25 C
আবহাওয়া
৭:২৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ইংল্যান্ডকে ১২৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ইংল্যান্ডকে ১২৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ইংল্যান্ডকে ১২৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

বিএনএ,স্পোর্টসডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ ওয়ানের ম্যাচে বাংলাদেশ টস জিতে ব্যাট করে ১২৫ রানের টার্গেট দিল ইংল্যান্ডকে। বুধবার(২৭ অক্টোবর) আবু ধাবির শেখ জায়েদ স্টেড়িয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৫ ওভার ২ বলে ২৬ রান তুলতে লিটন ,নাঈম ও সাকিবকে হারায় বাংলাদেশ।জোড়া শিকার করে মঈন আলি । আরেকটি নেন ক্রিস ওকস।

তিন উইকেট হারিয়ে চাপে পড়া দলের হাল ধরেন মাহমুদুল্লাহ ও মুশফিক।এগারতম ওভার করতে আসা লিভিংস্টোনের চতুর্থ বলে এলবিডব্লিউ হয়ে ফিরে মুশফিক।ভাঙ্গে ৩৭ রানের জুঁটি। আউটের আগে ৩০ বলে ৩ চারে ২৯ রান করেন এই ব্যাটার।

এরপর আফিফ নেমে ৫ রান করে রান আউটে কাটা পড়ে। মাহমুদুল্লাহও বেশিক্ষণ টিকতে পারেনি । তাকেও ফেরান লিভিংস্টোন।

এরপর টাইমাল মিলসের বোলিং তোপে মেহেদি,সোহান ও মুস্তাফিজ ফিরলে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানে থামে টাইগাররা। ৯ বলে ১ চার ও ২ ছক্কায় ১৯ রান করেন অপরাজিত থাকেন নাসুম আহমেদ।

বাংলােদশের সংক্ষিপ্ত স্কোর : ২০ ওভার ১২৪/৯(মুশফিক ২৯ ,মাহমুদুল্লাহ ১৯,সোহান ১৬, নাসুম ১৯,, টাইমাল মিলস ২৭/৩,মঈন আলি ১৮/২,লিভিংস্টোন ১৫/২)।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ