20.7 C
আবহাওয়া
৫:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ২৩ বছরে পা রাখলো গুগল

২৩ বছরে পা রাখলো গুগল

২৩ বছরে পা রাখলো গুগল

বিএনএ ডেস্ক : জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের আজ ২৩তম জন্মদিন । ১৯৯৮ সালে কম্পিউটার বিজ্ঞানে পিএইচডির দুই শিক্ষার্থী ল্যারি পেজ ও সের্গেই ব্রিন গুগল প্রতিষ্ঠা করেন।বিশ্বের ১৫০টি ভাষায় তথ্য দিয়ে থাকে গুগল।

গুগলের যাত্রা শুরু হয়েছিল স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হলের একটি রুমে। আর সেখানে থাকতেন ল্যারি পেজ ও সার্গেই ব্রিন। নিজেদের হলের রুমে বসে কাজ করতেন পেজ ও ব্রিন। কিন্তু স্ট্যানফোর্ড কর্তৃপক্ষ তাদের এই কর্মযজ্ঞে ব্যাঘাত ঘটায়, কারণ তাদের দুজনের কাজের জন্য পুরো বিশ্ববিদ্যালয়ের ব্যান্ডউইথ খরচ হয়ে যাচ্ছিল।এরপর বিশ্ববিদ্যালয়ের রুম ছেড়ে নিজেদের বাড়ির গ্যারেজে যাত্রা শুরু করে গুগল।

গুগলের নামে পেছনে যে গল্পটি রয়েছে তা হয়তো অনেকেরই অজানা। শব্দের বানান ভুল থেকে গুগল নামের উৎপত্তি।গাণিতিক হিসাবের গোগল (googol)-এর অর্থ- একটি সংখ্যার পেছনে একশ শূন্য।একজন প্রকৌশলী আসল নামের বদলে এই ভুল বানানটি লিখেছিলেন। সেই ভুল নামই গুগল।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ