20 C
আবহাওয়া
১:৫০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » সুনির্দিষ্ট তথ্য ছাড়াই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা: স্বরাষ্ট্রমন্ত্রী

সুনির্দিষ্ট তথ্য ছাড়াই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনএ ডেস্ক: সুনির্দিষ্ট তথ্য ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হোটেলে ইনার হুইল ক্লাব আয়োজিত ‘পঞ্চম দক্ষিণ এশিয়া সম্মেলন’ শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকেই অনেক কথা বলেন। তবে তথ্য-প্রমাণ ছাড়া কিছু বলা হলে তা কেউ বিশ্বাস করে না। বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট বাংলাদেশে এসেছিলেন। তিনি আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন।

মন্ত্রী জানান, কিছু প্রশ্ন আগেই দিয়েছিলেন মিশেল ব্যাচেলেট। সেখানে ‘৭৬ জন গুম’ করার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হয়। ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে বিষয়গুলো তাকে দেখানো হয়েছে। কোন দিন কী হয়েছে বিস্তারিত তার কাছে তুলে ধরা হয়েছে। এসব দেখে তিনি কোনো প্রশ্ন করেননি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান বলেন, বিএনপি একটা অবস্থা সৃষ্টির জন্য বিভিন্নভাবে রটনা করে যাচ্ছে। যেগুলোর কোনো ভিত্তি নেই এবং সত্যতা দেখাতে পারেনি। ভিত্তি না থাকার কারণে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার আমাদের দেশের মানবাধিকার নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেননি।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ