22 C
আবহাওয়া
৮:৫৩ অপরাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » চা বাগান মালিক ও প্রধানমন্ত্রীর বৈঠক শুরু

চা বাগান মালিক ও প্রধানমন্ত্রীর বৈঠক শুরু

চা বাগান মালিক ও প্রধানমন্ত্রীর বৈঠক শুরু

বিএনএ ডেস্ক: শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে চা বাগান মালিকদের সাথে বৈঠক করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে ১৩ জন বাগান মালিক অংশ নিয়েছেন।

শনিবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে গণভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠকে চা বাগান মালিকদের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহ আলম।

দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে কর্মবিরতিসহ টানা ১৯ দিন ধরে আন্দোলন করছেন চা বাগানের শ্রমিকরা।

বারবার মালিকপক্ষ-শ্রমিক আর প্রশাসনের বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকে বিষয়টির সুরাহা হবে বলে আশা করছেন আন্দোলনকারীরা।

তারা বলেন, সরকারপ্রধানের প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস রয়েছে। উনি তাদের ফিরিয়ে দেবেন না। শ্রমিকরা প্রধানমন্ত্রীর ওপর ভরসা করে আছেন।

সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের চা শ্রমিকরা গত ৯ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত ২ ঘণ্টার কর্মবিরতি পালন করেন। ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন তারা।

গত ১৯ আগস্ট রাতে মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা করার বিষয়ে একটি চুক্তি হয়। সেটি প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ