17 C
আবহাওয়া
১১:০৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » উখিয়ায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ:নিহত ৪

উখিয়ায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ:নিহত ৪


কক্সবাজারের উখিয়া থানা এলাকায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। নিহতদের সকলেই সিএনজি অটোরিক্সার যাত্রী।

শনিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টা নাগাদ কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার হিজলিয়া পালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন উখিয়ার পাগলির বিল গ্রামের মৃত জয়নাল উদ্দিনের স্ত্রী সালমা খাতুন (৪৫), একই এলাকার গুরা মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম (২৫) ও রামু উপজেলার ফতেঁকারকুল গ্রামের মনিন্দ্র ধরের ছেলে বিটু ধর (৪০)।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিএনএকে বলেন, কক্সবাজার-টেকনাফ মহাসড়কে রাজাপালং ইউনিয়নের হিজলিয়ায় ট্রাক ও সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজির তিন যাত্রী নিহত হন। হাসপাতালে নেয়ার পর অপর একজনের মৃত্যু ঘটে।

নিহতদের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটির চালক পালিয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরী হাইওয়ে থানার পুলিশের পরিদর্শক সাইফুল আলম।

পরিদর্শক সাইফুল আলম জানান, সকালে হিজলিয়া এলাকায় টেকনাফগামী ট্রাকের সঙ্গে কক্সবাজারগামী যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন এবং আহত অবস্থায় হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে।

বিএনএনিউজ২৪,ওজি ,জিএন

 

Loading


শিরোনাম বিএনএ