21 C
আবহাওয়া
৯:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » বিকেলে চা বাগান মালিকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী

বিকেলে চা বাগান মালিকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

বিএনএ, ঢাকা: দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকা করার দাবিতে ১৫ দিন যাবৎ ধর্মঘট পালন করছেন চা-শ্রমিকরা। আন্দোলনের মাঝে চা বাগান মালিকেরা ২৫ টাকা মজুরি বাড়িয়ে ১৪৫ টাকার প্রস্তাব করলেও তারা কাজে ফেরেনি। শ্রমিকরা ৩০০ টাকা মজুরি্র দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

শনিবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় গণভবনে চা-বাগান মালিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আজকের কার্যসূচিতে চা-বাগান মালিকদের সঙ্গে বৈঠকের বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছিলেন।

উল্লেখ্য, গত ৯ আগস্ট থেকে ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন শুরু করেন চা বাগানের শ্রমিকরা। টানা কয়েক দিন ধরে চা-শ্রমিকদের সঙ্গে শ্রমিক নেতারা কথা বলে আশ্বাস দিয়েও কোনো কাজ হয়নি। এছাড়া প্রশাসনের কর্মকর্তারাও নানান আশ্বাস দিলেও কাজে ফেরেনি তারা। চা-শ্রমিকদের আন্দোলনের মাঝে চা বাগান মালিকেরা ২৫ টাকা মজুরি বাড়িয়ে ১৪৫ টাকার প্রস্তাব করলেও তারা কাজে ফেরেনি। তাদের দাবি ৩০০ টাকা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ