17 C
আবহাওয়া
৬:৪২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » ভারতীয় ফুটবলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ফিফার

ভারতীয় ফুটবলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ফিফার


বিএনএ, ক্রীড়া ডেস্ক : সর্বভারতীয় ফুটবল সংস্থার ওপর থেকে তুলে নিয়েছে নিষেধাজ্ঞা বিশ্ব ফুটবলের পরিচালনা সংস্থা ফিফা। শুক্রবার এক বিবৃতি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে ।

গত ১৫ আগস্ট ভারতীয় সময় মধ্য রাতে এআইএফএফকে নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। ফলে অক্টোবরে মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ হতে আর কোনো বাধা থাকল না।

সংস্থার কার্যকলাপে ‘তৃতীয় পক্ষের অনুপ্রবেশের’ কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এআইএফএফ-কে পাঠানো চিঠিতে ফিফা খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল, সুপ্রিম কোর্ট নিয়োজিত প্রশাসক কমিটিকে (সিওএ) অবিলম্বে বাতিল করতে হবে। দ্রুত নির্বাচন করতে হবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ