31 C
আবহাওয়া
৩:৫১ অপরাহ্ণ - মে ৭, ২০২৪
Bnanews24.com
Home » ২৯০ এমপির শপথের ‘বৈধতায়’ আপিলের শুনানি রোববার

২৯০ এমপির শপথের ‘বৈধতায়’ আপিলের শুনানি রোববার

হাইকোর্ট

আদালত প্রতিবেদক: ২৯০ এমপির শপথের বৈধতা নিয়ে আপিল শুনানি রোববার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি শুরু হয়, পরে আগামী রোববার পর্যন্ত মুলতবি করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ আপিল আদালত।

আদালতে আবেদনের পক্ষে শুনানি শুরু করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। এসময় রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।

আইনজীবী মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, ‘একাদশ জাতীয় সংসদের ২৯০ জন সংসদ সদস্য ২০১৯ সালের ৩ জানুয়ারি শপথ নেন। কিন্তু ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন হয়। নির্বাচিত ব্যক্তিরা ওই বছরের ৯ জানুয়ারি শপথ নেন। একই বছরের ২৯ জানুয়ারি ওই সংসদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সংবিধানের ৭২ (৩) অনুচ্ছেদ অনুসারে সংসদের মেয়াদ গণনা হবে সংসদের প্রথম বৈঠক থেকে পাঁচ বছর। তাই দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে শপথ নেয়া হয়েছে, যার ফলে ওই সময়ে দেশে ডাবল সংসদ সদস্য হয়ে গেছে, কেননা শপথের পরই দায়িত্ব গ্রহণ কার্যকর হয়ে যায়, যা সংবিধান পরিপন্থী।’

তিনি বলেন, ‘আজকে এ মামলায় হাইকোর্টের রায়ের অংশ পড়ে শেষ করেছেন, পরবর্তী শুনানির জন্য রোববার পর্যন্ত মূলতবি করেছেন আদালত।’

একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের শপথকে অবৈধ দাবি করে ২৯০ সংসদ সদস্যদের পদে থাকার বৈধতা নিয়ে করা রিট ২০১৯ সালের ফেব্রুয়ারিতে খারিজ করে দেন হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে একই বছরের সেপ্টেম্বরে আবেদন করেন রিটকারি আইনজীবী তৌহিদুল ইসলাম।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ