22 C
আবহাওয়া
১০:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » সাতকানিয়ায় কিশোরগ্যাং-মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত

সাতকানিয়ায় কিশোরগ্যাং-মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত

সাতকানিয়া উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

বিএনএ, সাতকানিয়া(চট্টগ্রাম) : সাতকানিয়া উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৭ জুন ২০২৪) সকালে সাতকানিয়া উপজেলা পরিষদ হলে অনুষ্ঠিত সভায় কিশোরগ্যাং-মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা নেয়ার সর্বসম্মত সিদ্ধান্ত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় এসব বিষয়ে কঠোর দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সব জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা জোর দাবি জানান।

সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আঞ্জুমান আরা, ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার ভ‚মি ফরিস্তা করিম, পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের মধ্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ডা. আ ম ম মিনহাজুর রহমান, অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, ফয়েজ আহমদ লিটন, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উননবী খোকন, থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মোস্তাক আহমদ,  চেয়ারম্যানদের মধ্যে মো ওসমান আলী, আফম মাহবুবুল হক, লিয়াকত আলী, রমজান আলী, আবু সালেহ, রিদুয়ানুল ইসলাম, নাসির উদ্দিন, তাপস কান্তি দত্ত, মোরশেদুর রহমান চৌধুরী প্রমুখ।

এসএমএনকে, এসজিএন/এইচ মুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে-মৎস্য উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে নৌ উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন--ভূমি উপদেষ্টা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১, আহত ৮ রাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড় চসিকে যে দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র বের হওয়া উচিত : মেয়র