Bnanews24.com
Home » শিক্ষককে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রের বিরুদ্ধে
টপ নিউজ শিক্ষা সব খবর

শিক্ষককে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রের বিরুদ্ধে

শিক্ষককে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রের বিরুদ্ধে

বিএনএ ডেস্ক: ঢাকার সাভারে দশম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৮ জুন) ভোরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মারা যান শিক্ষক উৎপল কুমার সরকার। গত শনিবার (২৫ জুন) দুপুরে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে মারধরের শিকার হন ওই শিক্ষক।

নিহত উৎপল কুমার সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। তিনি কলেজের শৃঙ্খলা কমিটির সভাপতি ছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এলংজানি গ্রামে।

মারধর করা ওই শিক্ষার্থীর (১৬) বাড়ি আশুলিয়ায়। সে হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ সাইফুল হাসান বলেন, অনেকে তাঁকে জানিয়েছেন, দুপুরে মাঠে মেয়েদের ক্রিকেট খেলা চলাকালে একপাশে দাঁড়িয়ে ছিলেন শিক্ষক উৎপল সরকার। এ সময় দশম শ্রেণির ওই ছাত্র ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে তাঁকে মারধর করে। উৎপল সরকার শৃঙ্খলা কমিটির সভাপতি হওয়ায় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন আচরণগত সমস্যা নিয়ে কাউন্সেলিংসহ বিভিন্ন বিষয়ে পদক্ষেপ নিতেন। কেন ওই ছাত্র এমন ঘটনা ঘটিয়েছে, সেটি এখনো কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না।

নিহত উৎপলের ভাই অসীম কুমার সরকার বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় জানতে পারি ভাইকে স্টাম্প দিয়ে পিটানো হয়েছে। পরে হাসপাতালে গিয়ে শুনি পেটে, বুকে, পিঠে ও মাথায় স্টাম্প দিয়ে মারধর করছে। হাসপাতালে ভাই মারা গেছেন।

মামলা তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক জানান, শিক্ষক উৎপল সরকার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা কমিটির সভাপতি ছিলেন। বিভিন্ন সময়ে তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা রক্ষায় শাসন করতেন। হয়তো আগের এমন কোনো বিষয় নিয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে।

এমদাদুল হক জানান, রোববার ওই ছাত্রসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে নিহত উৎপলের ভাই অসীম কুমার সরকার মামলা করেছেন। আসামিকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

বিএনএ/ আর