22 C
আবহাওয়া
৮:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা : ২৪ ঘণ্টায় প্রাণহানি ৭, আক্রান্ত ৩০০

চট্টগ্রামে করোনা : ২৪ ঘণ্টায় প্রাণহানি ৭, আক্রান্ত ৩০০


বিএনএচট্টগ্রাম :  চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ( শুক্রবার সকাল ৮টা থেকে শরিবার সকাল ৮টা পর্যন্ত) ১ হাজার ৩৬০টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩০০ জন। আক্রান্তদের মধ্যে নগরে ২০৪ জন এবং উপজেলায় ৯৬ জন। এনিয়ে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ৫৭ হাজার ৬৭০ জন। একই সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নগরে ১ জন ও জেলায় ৬ জন মৃত্যবরণ করেছে। রোববার (২৭ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫৩৯টি নমুনা পরীক্ষায় ১০৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২২৩টি নমুনা পরীক্ষায় ৬৬ জন,কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫২টি নমুনা পরীক্ষায় ১ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ল্যাবে২৭৫টি নমুনা পরীক্ষায় ৬৬ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ২৮টি নমুনা পরীক্ষায় ১৩ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৪২টি নমুনা পরীক্ষায় ২৪ জন,  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৬টি নমুনা পরীক্ষায় ৮ জন, এবং এপিক হেলথ কেয়ারে  ৭৫টি নমুনা পরীক্ষায় ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ইম্পেরিয়াল হাসপাতাল ও মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি।

চট্টগ্রাম সিভিল সার্জন ডাসেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩০০ জন বেড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৬৭০ জন। যাদের মধ্যে নগরে ৪৫ হাজার ১৩০ জন এবং উপজেলায়  ১২ হাজার ৫৪০ জন। একই সময় করোনাভাইরাসে ৭ জনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা  বেড়ে দাঁড়িয়েছে ৬৮১ জন। যাদের মধ্যে নগরে ৪৬৮ জন এবং উপজেলায় ২১৩ জন।

 বিএনএনিউজ২৪/ আমিন

Loading


শিরোনাম বিএনএ