24 C
আবহাওয়া
২:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে এয়ার বেলুন বিধ্বস্ত, নিহত ৪

যুক্তরাষ্ট্রে এয়ার বেলুন বিধ্বস্ত, নিহত ৪

যুক্তরাষ্ট্রে এয়ার বেলুন বিধ্বস্ত

বিএনএ বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রে  হট এয়ার বেলুন বিধ্বস্ত হয়ে  ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৬ জুন) নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের অ্যালবুকুরকি শহরে চারজন পর্যটকবাহী এয়ার বেলুনটি বিধ্বস্ত হয়ে বৈদ্যুতিক তারের ওপর পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

নিউইর্য়ক টাইমসের খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার সকালে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে পর্যটক বহনকারী একটি হট এয়ার বেলুন নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ নিচে নামতে থাকে। এ সময় বেলুনটি বৈদ্যুতিক তারের ওপর পড়লে ঘটনাস্থলেই মারা যান অন্তত চারজন। পরে দ্রুত ঘটনাস্থলে এসে আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে পুলিশ।
যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলছে, নিহতদের দুজন পুরুষ এবং দুজন নারী। এদের মধ্যে একজন পাইলট ছিলেন।
অ্যালবুকুরকি পুলিশ বিভাগের মুখপাত্র গিলবার্ট বলেন, ঘটনার পরপরই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি। তারা কাজ করে যাচ্ছে। দুর্ভাগ্যবশত কয়েকজন প্রাণ হারিয়েছেন। কেন এই দুর্ঘটনা তা জানতে আমাদের বিশেষজ্ঞ প্যানেল তদন্ত শুরু করেছে।
বিএনএ/ ওজি 

Loading


শিরোনাম বিএনএ