27 C
আবহাওয়া
৯:৪৭ পূর্বাহ্ণ - মে ২৯, ২০২৫
Bnanews24.com
Home » ফেনীতে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ফেনীতে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ


বিএনএ, ফেনী : ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ মে) ভোরে এসব জব্দ করা হয়।

জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৭৬০ টাকা বলে জানিয়েছে ফেনী ৪ বিজিবি।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফেনী ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন।

তিনি জানান, ভোর পাঁচটার দিকে বিজিবির একটি টহল দল ফুলগাজী ও পরশুরাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, থ্রীপিস, কাশ্মিরী শাল, থান কাপড় ও ইনজেকশন। এগুলো স্থানীয় কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ