বিএনএ, ডেস্ক: সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশ থেকে গত ২৯ এপ্রিল হজ ফ্লাইট শুরু হয়। শেষ হজ ফ্লাইট আগামী ৩১ মে। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৬৫ হাজার ৯ শত ৪৩ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। সরকারি-বেসরকারি ১৭১টি ফ্লাইটে তারা মক্কায় পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ৩৬০জন হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত ৮৬ হাজার ৯ শত ৪৩টি ভিসা ইস্যু করা হয়েছে। চলতি বছর সরকারি ব্যবস্থাপনা হজ করতে যাবেন পাঁচ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন।
মঙ্গলবার (২৭ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস থেকে এসব তথ্য জানানো হয়।
হেল্প ডেস্কের তথ্য মতে, ১৭১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৯টি, সৌদি এয়ারলাইন্সের ৬১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে। চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১জন পুরুষ ও একজন নারী। এখন পর্যন্ত সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১১৮ জন। এছাড়া বর্তমানে সৌদি সরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ৩৬জন হজযাত্রী।
গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ৩১ মে।
বিএনএনিউজ/ আরএস/শাম্মী