24 C
আবহাওয়া
৬:১৬ পূর্বাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » ছাত্রলীগের সন্ত্রাসী হামলার পরিণতি শুভ হবে না: খন্দকার মোশাররফ

ছাত্রলীগের সন্ত্রাসী হামলার পরিণতি শুভ হবে না: খন্দকার মোশাররফ

ছাত্রলীগের সন্ত্রাসী হামলার পরিণতি শুভ হবে না: খন্দকার মোশাররফ

বিএনএ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার পরিণতি শুভ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার (২৭ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি।

বিএনপির সিনিয়র নেতা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের নির্যাতনে লাঠি দিয়ে, অস্ত্র দিয়ে সমর্থন দিয়ে ছাত্রলীগকে যারা লেলিয়ে দিচ্ছেন, আপনারা আপনাদের কথা চিন্তা করেন। যারা করছে তাদের পরিণতি কী হবে, অতীতে আমাদের কাছে বহু উদাহরণ রয়েছে। এর পরিণতি শুভ হবে না।’

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিবাদ সমাবেশ
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিবাদ সমাবেশ

খন্দকার মোশাররফ বলেন, আপনারা কেন এ সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন এটা সবাই জানে। শেখ হাসিনার সরকার আজকে যখন চতুর্দিকে ঘেরাও হয়ে গেছে, আন্তর্জাতিকভাবে তারা বিচ্ছিন্ন, আন্তর্জাতিকভাবে তারা সমর্থন শূন্য, এ দেশের মানুষ তাদের (সরকার) প্রত্যাখ্যান করেছে। তাদের আর কোনো পথ নাই, তাদের পথ চতুর্দিকে বন্ধ হয়ে গিয়েছে।’

বিএনপি নেতা বলেন, গণতান্ত্রিকভাবে পায়ের নিচে মাটি থাকলে কেউ এরকম গুন্ডামি বা সন্ত্রাসের পথে যায় না। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, সারা বাংলাদেশে তারা আন্দোলনের সূচনা করেছে। সারাদেশে এই আন্দোলন হবে। কয় জায়গায় আপনারা এই সন্ত্রাসীদের পাঠাতে পারবেন?

খন্দকার মোশাররফ বলেন, এই ছাত্রদলের নেতা-কর্মীরা এ দেশের মানুষের সন্তান, তাদের অভিভাবকরা আজকে প্রস্তুত হচ্ছে। বিএনপিসহ যত অঙ্গসংগঠন আছে তারা প্রত্যেকে ছাত্রদলের ভাই অথবা অভিভাবক। তাই অভিভাবকরা কেউ বসে থাকবে না।

বিএনপি নেতা বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে যে ভোট হবে সেখানে ইভিএমে ভোট চলবে না। নিজের হাতে ভোট দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ