28 C
আবহাওয়া
২:১৪ পূর্বাহ্ণ - জুলাই ২, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে ইয়াবা মামলায় কাভার্ডভ্যান চালকের যাবজ্জীবন

চট্টগ্রামে ইয়াবা মামলায় কাভার্ডভ্যান চালকের যাবজ্জীবন

আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেলেন দুই আসামি

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ছয় বছর আগের মাদক মামলায় এক কাভার্ডভ্যান চালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে বাকি তিন আসামিকে খালাস প্রদান করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক বেগম সিরাজাম মুনীরা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, রাজধানীর কাফরুল থানার মিরপুর ১৩ নম্বর পূর্ব বাইশটেকি হাজী আলী হোসেন সড়কের মৃত সিরাজ উদ্দিন বেপারীর ছেলে মো. রফিকুল ইসলাম (৫৩)।

মামলায় খালাসপ্রাপ্তরা হলেন—একই জেলার কেরানীগঞ্জ থানার কালকনি এলাকার বড় বাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. আব্দুর রহমান (৫৫), রাজধানীর পল্লবী থানার ১২ নম্বর সড়কের মো. মুসলিমের ছেলে রবিউল ইসলাম রাব্বি (৩২) এবং কক্সবাজার জেলার রামু থানার  আবদুল হাকিমের ছেলে জামাল উদ্দিন (৪১)।

মামলার নথিপত্র পর্যালোচনা করে জানা গেছে, ২০১৯ সালের ৬ মার্চ নগর গোয়েন্দা বিভাগের (বন্দর) একটি দল কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার এলাকায় মমতাজ হোটেলের সামনে একটি সন্দেহভাজন কাভার্ডভ্যান থামায়।

এরপর চালক মো. রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদে তিনি জানান, কক্সবাজার জেলার রামু থেকে ইয়াবা নিয়ে তিনি চট্টগ্রাম এসেছেন। পরে চালকের আসন ও পাশের সিটের নিচে বিশেষভাবে রাখা ৮৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে ডিবি।

পরে এ ঘটনায় ৭ মার্চ ডিবি বন্দর জোনের উপ-পরিদর্শক (এসআই) মো. ফরহাদ মহিম বাদী হয়ে রফিকুল সহ পলাতক জামাল, রবিউল ইসলাম রাব্বি এবং আব্দুর রহমানকে এজাহারনামীয় আসামি করে একটি মামলা রুজু করেন।

মামলাটি তদন্ত শেষে ২০২০ সালের ২ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার বিচার চলাকালে মোট ৮ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ রায়ের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি রফিকুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
তিনি আরও জানান, অপরাধ প্রমাণিত না হওয়ায় জামাল, রবিউল ইসলাম রাব্বি এবং আব্দুর রহমানকে খালাদ প্রদান করেছেন আদালত। রায়ের সময় সকলেই আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আসামিকে পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

বিএনিএনিউজ/ নাবিদ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত রাতের ভোটের দায় স্বীকার করে নূরুল হুদার জবানবন্দি লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট আলাউদ্দিন, সেক্রেটারি ইয়াসীন হীরা রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৯৯৫ মামলা এক লাখ ১০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার রাষ্ট্রের সংস্কারের পাশপাশি জনগণের ভাগ্যের পরিবর্তন চায় বিএনপি: মোস্তাফিজুর রহমান লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট আলাউদ্দিন, সেক্রেটারি ইয়াসীন হীরা সাবেক ডিআইজিসহ ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬ ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা ১৮ জুলাই