বিশ্ব ডেস্ক : মুসলমানদের পবিত্র রমজান মাসেও দখলদার ইসরায়েলের গণহত্যা অব্যাহত রয়েছে। গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৭৬জন নিহত হয়েছে। খবর আল জাজিরার।
বুধবার(২৭ মার্চ )রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে ৩২ হাজার ৫০০ জনে। এ ছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৭৫ হাজার ফিলিস্তিনি।
গত সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পবিত্র রমজান মাসে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে একটি প্রস্তাব পাশ করেছে। হামাস এই প্রস্তাবকে স্বাগত জানালেও ইসরাইল যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে এবং ফিলিস্তিনি এই ভূখণ্ডের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
এসজিএন