বিএনএ, ঝিনাইদহ : ঝিনাইদহ থেকে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ১০৫ টি মোবাইল উদ্ধার করা হয়েছে। একই সাথে বিকাশ, নগদসহ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস থেকে প্রতারণা করে হাতিয়ে নেওয়া প্রায় ৭ লাখ টাকা উদ্ধার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে মোবাইল ও টাকার প্রকৃত মালিকদের হাতে এসব বুঝে দেওয়া হয়।
পুলিশ সুপার আজিম উল আহসান জানান, ঝিনাইদহ পুলিশের সাইবার সেলের মাধ্যমে হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল উদ্ধার করা হয়। সেই সাথে এমএফএস এর মাধ্যমে প্রতারণা করে নেওয়া ৬ লাখ ৮৯ হাজার টাকা প্রকৃত ২১ জন মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরো বলেন, মোবাইলগুলো শুধুমাত্র ঝিনাইদহ জেলা নয় বেশ কয়েকটি জেলা থেকে উদ্ধার করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন উপজেলা থেকে আগত ভিকটিমরা।
বিএনএনিউজ/আতিকুর রহমান/এইচ.এম/হাসনা