17 C
আবহাওয়া
৪:৪৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ৯ বছর পালিয়ে শেষ রক্ষা হলো না ইসাহাকের

৯ বছর পালিয়ে শেষ রক্ষা হলো না ইসাহাকের

গ্রেফতার

বিএনএ, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় হত্যা মামলার পলাতক আসামি ইসাহাক আলীকে ৯ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৬। সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোর রাতে রাজাবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ধর্মতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আসামি ইসাহাক আলী শৈলকুপা উপজেলার চতুরা গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে। বিষয়টি ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কোমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসেন নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শৈলকুপার চাঞ্চল্যকর আইয়ূব আলী মন্ডল হত্যা মামলার আসামি রাজবাড়ী জেলায় আত্মগোপনে আছে। পরে র‍্যাবের একটি দল রাজবাড়ি জেলার বালিয়াকন্দি থানার ধর্মতলা এলাকায় অভিযান চালিয়ে আসামি ইসাহাক আলীকে গ্রেফতার করে। মামলার পর থেকে আসামি দীর্ঘ ৯ বছর ধরে পলাতক ছিলো। শৈলকুপা উপজেলার চতুড়া গ্রামে নেকবার মন্ডল ও আইয়ূব আলী মন্ডলের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ১১ এপ্রিল ২০১৪ সালে ইসাহাক আলীসহ তার সহযোগীরা আইয়ূব আলীকে কুপিয়ে মারাত্ম জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে নিহতের ভাই শওকত আলী মন্ডল শৈলকুপা থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তার পর থেকেই আসামি ইসাহাক আলী পলাতক ছিলেন।

বিএনএ/আতিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ