31 C
আবহাওয়া
১:৫৫ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সৌদির দুই মসজিদে ৩৪ নারী নিয়োগ

সৌদির দুই মসজিদে ৩৪ নারী নিয়োগ

সৌদির দুই মসজিদে ৩৪ নারী নিয়োগ

বিএনএ ডেস্ক : মক্কা-মদিনার দুই মসজিদ (মসজিদ আল হারাম ও মসজিদ আল নববী)পরিচালনা কমিটির ঊর্ধ্বতন পর্যায়ে ৩৪ নারীকে নিয়োগ দিয়েছে সৌদি সরকার । গালফ নিউজ এ খবর নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়,  ৩৪ নারীকে নিয়োগের বিষয়টি মূলত এ দু’মসজিদের দর্শনার্থীদের বিভিন্ন পরিষেবার উন্নয়নের জন্য করা হয়েছে । দুই মসজিদে নারীদের নিয়োগের মাধ্যমে ওই পবিত্র স্থানগুলোতে বিদ্যমান সেবার মানে গুণগত পরিবর্তন আনতে চাইছে সৌদি কর্তৃপক্ষ । এজন্য তারা দেশটির যোগ্য নারীদের ওই স্থানে নিয়োগ দিয়েছে ।
সম্প্রতি দুই পবিত্র মসজিদবিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শেখ আবদুল রহমান আল-সুদাইস এ সংক্রান্ত বিবৃতি জারি করেন।

জেনারেল প্রেসিডেন্সি জানায়, গ্র্যান্ড মসজিদ এবং নববী মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি দুই পবিত্র মসজিদে আসা নারীদের সেবায় যোগ্য সৌদি নারী কর্মকর্তাদের দেখতে চায়। সৌদি নারীদের মধ্যে যে গুণগত পরিবর্তন আনতে চাইছে সরকার, এটি তারই অংশ।

এর আগে, মক্কা-মদিনায় চালু হারামাইন এক্সপ্রেস ট্রেনের চালক হিসেবে ৩২ জন নারীকে নিয়োগের ঘোষণা দিয়েছে দেশটি।

তেল সমৃদ্ধ দেশটি সাম্প্রতিক বছরগুলোতে নারীদের ক্ষমতায়নের জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে নারীদের গাড়ি চালানো এবং সামরিক বাহিনীতে যোগদান করতে অনুমতি দেওয়া হয়েছে।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ