30 C
আবহাওয়া
৮:৩৬ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » চবিতে প্রথম আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা শুরু

চবিতে প্রথম আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা শুরু


বিএনএ, চবি : চবিতে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে “আমরা অদম্য ১.০” আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা। শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে ৮টি দলের অংশগ্রহণে শুরু হবে এ আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা যা চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।

এ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আকতার, উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত থাকবেন সিএমসিডিসির আকিব মাহমুদ মাহি, প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে মেহেদী রহমান নিকাশ, ইউএসটিসি থেকে কাজী তাওকীর জাহিন, সিউইডিএস থেকে অনেক ত্রিপুরা, নাকিব বিন ইসলাম মরিয়ম জাহান সায়মা এবং সিইউএসডি থেকে নাজমুল হাসান তুষার।

এছাড়া বিতর্কে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন এবং সেইসাথে সভাপতিত্ব করবেন শেখ হাসিনা হলের প্রভোস্ট এ কে এম রেজাউর রহমান। তিনি বলেন, চবিতে প্রথমবারের মতো এমন আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে থাকছে স্বনামধন্য প্রতিষ্ঠান লিভ বাংলাদেশ, সোহানী’স ইনটেরিয়র এন্ড কনসোসিয়েট এবং তাসুস ক্রিয়েশন।

বিএনএ/ সুমন বাইজিদ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ