24 C
আবহাওয়া
২:৫৬ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » পাথরঘাটায় বিএনপির কাউন্সিলর প্রার্থী আটক, ভোট গ্রহণ স্থগিত 

পাথরঘাটায় বিএনপির কাউন্সিলর প্রার্থী আটক, ভোট গ্রহণ স্থগিত 

পাথরঘাটায় বিএনপির কাউন্সিলর প্রার্থী আটক, ভোট গ্রহণ স্থগিত 

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি নির্বাচনে পাথরঘাটা বালিকা বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির কাউন্সিলর প্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ইভিএম মেশিন ভেঙে ফেলা হয়েছে।  যার কারণে এখানে ভোট গ্রহণ স্থগিত করা হয় । এর পরপরই পাথরঘাটা ওয়ার্ড এর বিএনপি’র কাউন্সিলর  প্রার্থী ইসমাইল হোসেন বালিকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে ইসমাইল বালীকে আটক করা হয়।

কোতোয়ালী থানা পুলিশ সূত্রে জানা যায়,আওয়ামীলীগ ও বিএনপি’র অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাথরঘাটা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। তবে  বালির আটকের ব্যাপারে কোন তথ্য নেই বলে  পুলিশ জানান।

এ দিকে বালির এজেন্টরা গণমাধ্যমকে জানায়,  ‘আমাদেরকে পুলিশ মারধর করে পাথরঘাটা বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে বের করে দিয়েছে। আমাদের প্রার্থীকে আটকের কারণ জানাচ্ছে না পুলিশ।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ