বিএনএ, স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৩৪০ রান করেছে সফরকারীরা।
টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা তাদের ইনিংসে ৫৪ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে বসে। অধিনায়ক দিমুথ করুণারত্নে পেসার লুঙ্গি এনগিডির দারুণ সুইঙ্গার সামলাতে না পেরে বোল্ড হন ২২ রানে। এরপর নরকিয়ের শর্ট বল পুল করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করেন কুশল মেন্ডিস। ১২ রানে ডানহাতি ব্যাটসম্যান ক্যাচ দেন এনগিডির হাতে। এক ওভার পর মুল্ডার ফেরান ওপেনার কুশল পেরেরাকে (১২) । ডানহাতি পেসারের বল কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন পেরেরা।
টপ অর্ডারের ব্যর্থতার পর দলের হাল ধরেন দিনেশ চান্দিমাল ও ধনাঞ্জয়া ডি সিলভা। চতুর্থ উইকেট জুটিতে তারা ১৩১ রান দলকে এনে দেন। দলীয় ১৮৫ রানে হঠাৎ রিটায়ার্ট হার্ট হন ধনাঞ্জয়া ডি সিলভা। ডাবল রান নিতে গিয়ে পায়ে চোট পান ৭৯ রান করা ধনাঞ্জয়া। তাতে ছন্দ হারায়নি। ব্যক্তিগত ৮৫ রানে আউট হন চান্দিমাল। তাকে আউট করে মুল্ডার। এরপর নিরোশান ডিকাভেলার ৪৯ রানের শ্রীলঙ্কার রান তিনশ ছাড়ায়।
শেষ ঘণ্টায় দলের হাল ধরেন শানাকা, হাসারাঙ্গা ও রাজিথা। অভিষিজ্হ হাসারাঙ্গা ১৮ রানে আরেক অভিষিক্ত সিমপালার বলে আউট হয়ে ফিরলেও শানাকা ও রাজিথা অপরাজিত থেকে সাজঘরে ফেরেন। টেল এন্ডার কাসুন রাজিতাকে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন ২৫ রান নিয়ে খেলা ব্যাটসম্যান দাসুন। চোটে ধনঞ্জয়া আর নামতে না পারলে দাসুনের কাঁধেই থাকবে রান বাড়ানোর বড় দায়িত্ব।
প্রোটিয়াদের হয়ে পেস অলরাউন্ডার ভিয়ান মোল্ডার ৬৮ রানে নেন ৩ উইকেট।
বিএনএনিউজ/এইচ.এম।