সুনামগঞ্জ: কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল(অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। তিনি জানান, শিক্ষার্থীদের আন্দোলন কঠোরভাবে দমন করার কোনো ইচ্ছা নেই। শান্তিপূর্ণ আলোচনা ও সমাধানই অগ্রাধিকার।
মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৪) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
আন্দোলনকারীদের উদ্দেশ্যে উপদেষ্টার বার্তা
শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “রাস্তা ব্লক করার প্রয়োজন নেই। সোহরাওয়ার্দী উদ্যানে এসেও দাবি জানানো সম্ভব। আপনারা প্রতিনিধিদের মাধ্যমে আমাদের সাথে বসে সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারেন। বিভিন্ন কলেজের শিক্ষার্থীদেরও নিজেদের মধ্যে আলোচনা করে সমাধানের পথ খুঁজে বের করতে হবে।”
হাওরের কৃষি বিষয়ে মন্তব্য
হাওরের কৃষি উৎপাদন নিয়ে তিনি বলেন, “কৃষি পণ্যে কৃষকরা সঠিকভাবে উপকৃত হচ্ছেন কি না, তা নিশ্চিত করতে হবে। কোনো মধ্যস্বত্বভোগী যাতে সুবিধা নিতে না পারে, সেটিও গুরুত্ব সহকারে দেখতে হবে। কৃষকদের চিন্তার কোনো কারণ নেই, পর্যাপ্ত সার ও বীজ মজুত রয়েছে। আমরা সব সময় কৃষকদের পাশে আছি এবং এই বছর বোরো ধান ঘরে তুলতে পারব।”
পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টার বক্তব্য
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “সুনামগঞ্জ ও হাওরাঞ্চলের লাখো মানুষ বোরো ফসলের ওপর নির্ভরশীল। অকাল বন্যার হাত থেকে ফসল রক্ষা করতে বাঁধের কাজে সব অনিয়ম দূর করতে হবে। কাজ যথাসময়ে শুরু ও শেষ করতে হবে। পাশাপাশি হাওরে পর্যটন ব্যবসা নিয়ন্ত্রণের মাধ্যমে পরিবেশ সচেতনতা গড়ে তোলা প্রয়োজন।”
পরিদর্শনে উপস্থিত ব্যক্তিরা
এই সফরে উপদেষ্টাদের সঙ্গে ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান, সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজ্জা এবং কবি নজরুল সরকারি কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তানভীর ইসলাম চৌধুরী।
উপদেষ্টারা হাওর অঞ্চলের উন্নয়ন, কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের দাবির বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
বিএনএনিউজ২৪, এসজিএন, শাম্মী