বিএনএ, ক্রীড়া ডেস্ক : লঙ্কানদের বিপক্ষে ৩৪ ওভারও খেলতে পারলো না ইংলিশ ব্যাটাররা। ৩৩ ওভার ২ বলেই ১৫৬ রানে অলআউট হয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।
ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। উদ্বোধনী জুটিতে ৪৫ রান যোগ করেন এই দুই ব্যাটার। মাত্র ২৩ রানের মধ্যে তিন উইকেট হারায় ইংল্যান্ড। মালান ২৫ বলে ২৮, বেয়ারস্টো ৩১ বলে ৩০ ও জো রুট ১০ বলে ৩ রান করে সাজঘরে ফিরে যান।
এরপর স্কোরবোর্ডে ১৭ রান যোগ করতেই আরও দুই উইকেট হারায় ইংলিশরা। জস বাটলার ৬ বলে ৮ ও লিয়াম লিভিংস্টোন ৬ বলে ১ রান করে আউট হলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড।
দলীয় ১২২ ও ১২৩ রানে আরও দুই উইকেট হারায় ইংল্যান্ড। মইন আলি ১৫ বলে ১৫ ও ক্রিস ওকস রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।
একাই লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন স্টোকস। দলীয় ১৩৭ রানে ৭৩ বলে ৪৩ রান করে আউট হন তিনি।
এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ৩৩ ওভার ২ বলে ১৫৬ রানে অলআউট হয় ইংল্যান্ড।
বিএনএ নিউজ/ ওজি