17 C
আবহাওয়া
১১:৪১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » পিলারে ফাটল : বহদ্দারহাট ফ্লাইওভারে যান চলাচল আংশিক বন্ধ

পিলারে ফাটল : বহদ্দারহাট ফ্লাইওভারে যান চলাচল আংশিক বন্ধ


বিএনএ, চট্টগ্রাম : পিলারে বড় ধরণের ফাটল দেখা দেয়ায় বহদ্দারহাট ফ্লাইওভারের কালুরঘাটমুখী অংশে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। সোমবার রাত সাড়ে দশটার দিকে বহদ্দারহাট মদিনা হোটেলের সামনের ফ্লাইওভারের একটি পিলারের ওপরের অংশে ফাটল দেখতে পেয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ঘটনাস্থলে  দেখা গেছে, সিএমপির পক্ষ থেকে ব্যারিকেডের পাশাপাশি দু’জন ট্রাফিক সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

তবে ষোলকবহর অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

২০১০ সালে বহদ্দারহাট ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্মাণ করা হয়েছে ২০১৩ সালে। এই ফ্লাইওভার নির্মাণকাজ চলাকালীন ২০১২ সালে ডিসেম্বর মাসে একদিকে ফ্লাইওভারের গার্ডার ধসে অনেক শ্রমিক নিহত ও আহত হয়। পরবর্তীতে এর দায়িত্ব সেনাবাহিনীকে অর্পণ করা হয়।এর দৈর্ঘ্য ১ কি.মি এবং এর নির্মাণে মোট ব্যয় ১ কোটি ৫৬ লাখ টাকা। এই ফ্লাইওভারে যুক্ত হয়েছে র‍্যাম্প। বহদ্দারহাট ফ্লাইওভারের কালুরঘাটমুখী র‍্যাম্প খুলে দেওয়া হয়েছে ২০১৭ সালের ১৫ ই ডিসেম্বর। নির্মাণের চার বছরের মাথায় সেখানে ফাটল দেখা দিলো।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ