19 C
আবহাওয়া
১:৪৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » ফরিদপুর-২ আসনে উপনির্বাচন ৫ নভেম্বর

ফরিদপুর-২ আসনে উপনির্বাচন ৫ নভেম্বর

বৃহস্পতিবার জাতীয় সংসদের বিশেষ অধিবেশন

বিএনএ ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ আসনে উপনির্বাচন আগামী ৫ নভেম্বর। উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) অষ্টম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ইসি সচিব জানান, ফরিদপুর-২ আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১০ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ১২ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ অক্টোবর।

উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়ীত্ব দেয়া হয়েছে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে।

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা যান। এরপর সংসদ সচিবালয় ১৩ সেপ্টেম্বর ফরিদপুর-২ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ