26 C
আবহাওয়া
৫:২০ পূর্বাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৪
Bnanews24.com
Home » ১৯৭১ এর গণহত্যাকে জাতিসংঘের স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১৯৭১ এর গণহত্যাকে জাতিসংঘের স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১৯৭১ এর গণহত্যাকে জাতিসংঘের স্বীকৃতির দাবিতে মানববন্ধন

বিএনএ, নেত্রকোনা : ১৯৭১ সনে স্বাধীনতা যুদ্ধচলাকালিন সময়ে দেশে পাকিস্তানী হানাদার কর্তৃক গণহত্যাকে জাতিসংঘের স্বীকৃতিদানের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে শহরের তেরিবাজার এলাকায় ‘আমরা একাত্তর’ এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উদীচীর সাবেক সম্পাদক নীলম বিশ্বাস রাতুলের সঞ্চালনায় বেলা ১১ টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন চালাকালে গণহত্যাকে আর্ন্তজাতিক এবং জাতিসংঘ কর্তৃক স্বীকৃতিদানের দাবি জানিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান।

এছাড়াও জেলা পরিষদের প্রশাসক প্রশান্ত কুমার রায়, জেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল, বীর মুক্তিযোদ্ধা ও উদীচীর সাবেক সভাপতি মোজাম্মেলর হক বাচ্চু, উদীচীর সভাপতি মুস্তাফিজুর রহমান খান, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সভাপতি দেবাশীষ সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

বিএনএ/ ফেরদৌস আহমাদ বাবুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ