19 C
আবহাওয়া
১১:৫৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার


বিএনএ,ঢাকাঃ রাজধানীর মোহাম্মদপুরের একটি ফ্লাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ১১টার পর বাবর রোডের একটি ভবনের তিন তলার ফ্লাট থেকে নোমান এবং তার স্ত্রী শামীমার মরদেহ উদ্ধার করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মুজিব পাটোয়ারী জানান, বাবর রোডের বসাজেদ শাহরি নামের একটি ভবনের ৩ তলার একটি রুম থেকে দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে স্বামী নোমানের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলানো। তবে পা মাটিতে রয়েছে৷ অন্য দিকে স্ত্রী শামীমার মরদেহ বিছানায় চাদর দিয়ে মোড়ানো রয়েছে।

তি‌নি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রী শামীমাকে হত্যার পর স্বামী নোমান আত্মহত্যা করেছে। তাদের দুজনের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। আমরা কাজ করছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ