33 C
আবহাওয়া
৭:০৭ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ডেঙ্গু পরিস্থিতি, ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ২৪২ জন

ডেঙ্গু পরিস্থিতি, ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ২৪২ জন


বিএনএ ঢোকা: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪২ জন নতুন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। নতুন রোগীদের মধ্যে ১৮৫ জন ঢাকায় এবং বাকি ৫৭ জন বিভিন্ন জেলার বাসিন্দা। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর ) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৪৩ জন ডেঙ্গু রোগী সারা চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৮১৪ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ১৭ হাজার ৩৫৭ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৬ হাজার ২৫৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬১ জন মারা গেছেন বলে জানায় স্বাস্থ্য অধিদফতর।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ