25 C
আবহাওয়া
১:৪৩ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » কুমিল্লায় বন্যার স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যু

কুমিল্লায় বন্যার স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যু


বিএনএ, কুমিল্লা : কুমিল্লায় বন্যার পানির স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ আগস্ট) জেলার তিতাসের জিয়ারকান্দি ইউনিয়ন বাঘাইরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মুমিন।

নিহতরা হলেন জিয়ারকান্দি ইউনিয়নের বাঘাইরামপুর গ্রামের মোক্তার হোসেনের মেয়ে আয়েশা আক্তার (১০) এবং মনির হোসেনের মেয়ে সামিয়া আক্তার (১০)। তারা দুজন স্থানীয় নয়াকান্দি খাদিজাতুল কুবরা মহিলা মাদরাসার ছাত্রী।

স্থানীয়রা জানান, বন্যার পানিতে বাঘাইরামপুর গ্রামে একটি সড়ক ভেঙে তীব্র স্রোতের সৃষ্টি হয়। আয়েশা ও সামিয়া ওই সড়কে মাদরাসা থেকে বাড়িতে ফেরার পথে স্রোতে ভেসে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে দুপুর ১২টার দিকে সামিয়াকে এবং দুপুর দেড়টার দিকে আয়েশাকে উদ্ধার করে।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

 

 

Loading


শিরোনাম বিএনএ