23 C
আবহাওয়া
১০:৫২ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাইয়ে হঠাৎ রাজপথে বিএনপি

মিরসরাইয়ে হঠাৎ রাজপথে বিএনপি

মিরসরাইয়ে হঠাৎ রাজপথে বিএনপি

বিএনএ, চট্টগ্রাম: মিরসরাইয়ে হঠাৎ রাজপথে নেমেছে বিএনপি। বিক্ষোভ মিছিলের মাধ্যমে নিজেদের শক্ত উপস্থিতি ও অবস্থান জানান দেয় তারা।   তবে কেন্দ্র ঘোষিত চলমান আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি হিসেবে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বলে জানিয়েছেন তারা।

শুক্রবার (২৬ আগষ্ট) সকাল ৮ টায় মিরসরাই ও জোরারগঞ্জ থানার সংযোগস্থল মিঠাছড়া বাজারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলের নেতৃত্বে থাকা উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল আমিন জানান, গত ১৩ বছর ধরে সরকারদলীয় রাজনৈতিক নেতাদের হামলা মামলা নির্যাতন, পুলিশি হয়রানি দমন পীড়ন জেল জুলুম অত্যাচারে ঝিমিয়ে পড়েছিল মিরসরাই বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড। ২০১৮ পরবর্তী গত চার বছরে মিরসরাই উপজেলায় বিএনপির কোন রাজনৈতিক কর্মকান্ড চোখে পড়েনি।

তবে পূর্ব ঘোষিত কোন কর্মসূচি ছাড়াই শুক্রবার সকালে হঠাৎ করেই শত শত নেতাকর্মী জমায়েত হয়ে বিক্ষোভে উত্তাল করে তুলেছে মিরসরাইয়ের রাজনৈতিক অঙ্গন। । বারিয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী দাবি করেন, প্রায় ৫ হাজার নেতা কর্মীর স্বপ্রণোদিত উপস্থিতিতে তাদের বিক্ষোভ কর্মসূচি সফল হয়েছে। বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন বারিয়ারহাট পৌরসভার আহ্বায়ক মিয়াজী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, মিরসরাই বিএনপি’র সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন। এছাড়া প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী নিজাম উদ্দিন প্রমুখ।

বিএনএ/ আশরাফ উদ্দিন , ওজি

Loading


শিরোনাম বিএনএ