26 C
আবহাওয়া
৪:৩১ পূর্বাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৪
Bnanews24.com
Home » খালেদা জিয়ার দুই মামলার অভিযোগ শুনানি ৫ সেপ্টেম্বর

খালেদা জিয়ার দুই মামলার অভিযোগ শুনানি ৫ সেপ্টেম্বর

খালেদা জিয়া

বিএনএ, ঢাকা (আদালত প্রতিবেদক): বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ভুয়া জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে দায়ের করা মানহানির দুই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ আগামী ৫ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।

ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত এ দিন ঠিক করেন। কেরানীগঞ্জের কারা ভবনে নির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী আদালতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, করোনার কারণে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় মামলা দুইটির অভিযোগ শুনানি হয়নি। আদালতের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় অভিযোগ শুনানির নতুন দিন ধার্য করেছেন বিচারক।

উল্লেখ্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগষ্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি করেন।

এছাড়া, স্বীকৃত স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতকা তুলে দিয়ে দেশের মানচিত্র এবং জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে একটি মানহানির মামলা করা হয়। ২০১৬ সালের ৩ নভেম্বর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী এ মামলা করেন।

বিএনএনিউজ২৪ডটকম/ এসবি, ওজি

Loading


শিরোনাম বিএনএ