15 C
আবহাওয়া
১০:৪৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে যুদ্ধাপরাধ মামলার আসামী গ্রেপ্তার

ময়মনসিংহে যুদ্ধাপরাধ মামলার আসামী গ্রেপ্তার

ময়মনসিংহে যুদ্ধাপরাধ মামলার আসামী গ্রেপ্তার

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের ধোবাউড়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মো. মরম আলী (৮০) নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টায় উপজেলার পশ্চিম বালিগাঁও গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মো. মরম আলী ওই এলাকার মৃত আব্দুর রহমান ফকিরের ছেলে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুটপাট, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন অপরাধে মরম আলীর বিরুদ্ধে ২০১৮ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। মামলার পর আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে আদালত। এরপর থেকে মরম আলী পলাতক ছিলেন। ঘটনার দিন বিশেষ কাজে বাড়িতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

টিপু সুলতান বলেন, গ্রেপ্তারী পরোয়ানা জারির পর থেকে মরম আলী পলাতক ছিলেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, মরম আলী বিশেষ কাজে বাড়িতে এসেছেন। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৭ জুলাই) তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ