29 C
আবহাওয়া
১০:৩৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » ইসরায়েল ও মরক্কোর মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু

ইসরায়েল ও মরক্কোর মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু

বিমান

বিএনএ, বিশ্বডেস্ক : প্রথমবারের মতো মরক্কো ও ইসরায়েলের মধ্যে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু করেছে দুটি ইসরায়েলি এয়ারলাইন্স। দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয়ার এক বছরের কম সময়ের মধ্যে রোববার (২৫ জুলাই) এ ফ্লাইট চালু হয়।

রোববার স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে তেল আবিব থেকে মারাকেশের উদ্দেশ্যে যাত্রা করে ইসরাএয়ার সংস্থার একটি বিমান৷ বিমানকর্মীদের পরনে ছিল মরোক্কান পোশাক ও বিমানে যাত্রীদের জন্য মরোক্কান খাবারের ব্যবস্থাও ছিল৷

আরেকটি বিমান সংস্থা এল আলের একটি বিমান একই দিনে সকাল ১১টা বেজে ৩৫ মিনিটে মরক্কোর উদ্দেশ্যে উড়ে যায়৷ প্রতি সপ্তাহে, এল আলের পাঁচটি ও ইসরাএয়ারের দুটি বিমান উড়বে এই পথে৷

এছাড়া আরকিয়া ও রয়াল এয়ার মারোক বিমান সংস্থাও জানিয়েছে যে, আগামী মাস থেকে এই পথে বিমান যোগাযোগ চালু করবে তারা৷

বিমান চলাচলের বিষয়ে ইসরায়েলি পর্যটন মন্ত্রী ইওয়েল রাসভোজভ বলেন, এই রুটে বিমান চলাচল দুই দেশের মধ্যে পর্যটন, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে সাহায্য করবে৷

ইসরায়েলের কূটনীতিক গালিত পেলেগ এ বিষয়ে একটি টুইট করেন৷ এক সময়ে মরক্কো কাজ করা গালিত মনে করেন, এই পদক্ষেপ শান্তির বার্তা আনবে দুই দেশের জন্য৷

উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় জনসংখ্যার প্রায় ৯৯ শতাংশ মুসলিম হলেও ১৯৪০ এর দশকে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত দেশটিতে ইহুদি সম্প্রদায়ের বাস ছিল।

১৪৯২ সালে ক্যাথলিক রাজারা স্পেন থেকে ইহুদিদের তাড়িয়ে দিলে অনেকে মরক্কোয় আশ্রয় নিয়েছিলেন৷ ১৯৪০ এর দশকের শেষদিকে মরক্কোয় প্রায় আড়াই লাখ ইহুদির বাস ছিল, যা ছিল সেই সময়ে দেশটির জনসংখ্যার প্রায় দশ শতাংশ

১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর অনেক ইহুদি মরক্কো থেকে ইসরায়েলে চলে যান৷ তবে এখনও মরক্কোয় বাস করে প্রায় তিন হাজার ইহুদি, যা উত্তর আফ্রিকার মধ্যে সর্বোচ্চ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ