30 C
আবহাওয়া
৯:৫৮ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » ২৪ ঘন্টায় আরও ৩৭১ ডেঙ্গু রোগী হাসপাতালে

২৪ ঘন্টায় আরও ৩৭১ ডেঙ্গু রোগী হাসপাতালে

২৪ ঘন্টায় আরও ৩৭১ ডেঙ্গু রোগী হাসপাতালে

বিএনএ, ঢাকা: এডিস মশা বাহিত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা যেন কমছেই না। এতে অনেকের মৃত্যুও হয়েছে। এর ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৬ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৫ জন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

সোমবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমান দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ৩৮৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১০২২ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৭ হাজার ৬০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫ হাজার ৮৫৫ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন এক হাজার ৭৫৪ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ১৭৯ জন। ঢাকায় ৪ হাজার ৭৯৮ এবং ঢাকার বাইরে এক হাজার ৩৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ