20.7 C
আবহাওয়া
৭:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর-স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর-স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর-স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনএ, ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশ ও জাতিকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর।মাদক চোরাচালান ও অপব্যবহারের ফলে জনস্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও দেশের অর্থনীতি হুমকির মুখে পড়েছে। শনিবার(২৬ জুন) মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ভার্চুয়াল এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে মাদকদ্রব্যের প্রসার প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মাদকাসক্তদের সুচিকিৎসা ও তাদের পুনর্বাসন বিষয়েও সমানভাবে গুরুত্ব দিয়েছেন। মাদক অপরাধীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গতিশীলতা আনতে মাদক অধিদপ্তরকে শক্তিশালী করা হয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে কোনো মাদকদ্রব্য উৎপন্ন হয় না। পাশের দেশ ও অন্যান্য মাদক উৎপাদনকারী দেশের উৎপাদিত মাদক পাচার হয়ে আমাদের দেশে আসে। ফলে অবৈধ মাদক পাচার রোধে আমরা প্রতিবেশী দেশ ভারত ও মায়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছি। চুক্তি অনুযায়ী উক্ত দেশ দুটির সঙ্গে আমরা নিয়মিত বৈঠক করছি। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গেও আমরা নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি।’
বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে সুস্থ, শিক্ষিত ও মেধাবী জনশক্তি প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, সমাজের একশ্রেণির অর্থলিপ্সু মানুষ শিশু-কিশোর, তরুণ-তরুণী ও যুবকদের হাতে মাদক তুলে দিচ্ছে। তাই এদের বিরুদ্ধে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বিএনএ/ ওজি 

Loading


শিরোনাম বিএনএ