21 C
আবহাওয়া
৯:৩১ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » বিশ্বে করোনায় আরও ৮ হাজার ৫৫২ জনের মৃত্যু

বিশ্বে করোনায় আরও ৮ হাজার ৫৫২ জনের মৃত্যু

বিশ্বে করোনায় মৃত্যু ২২ লাখ ৬ হাজার ছাড়াল

বিএনএ, বিশ্বডেস্ক : করোনায় বিশ্বে একদিনে মৃত্যু হয়েছে আরও আট হাজার ৫৫২ জনের। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যু ৩৯ লাখ ২৪ হাজার ৪শ ২১ জন। নতুন করে শনাক্ত হয়েছে চার লাখ এক হাজার ৪৩২ জনের। এ নিয়ে মোট শনাক্তের সংখ্য ১৮ কোটি ১১ লাখ ৬২ হাজারের বেশি।

শনিবার (২৬ জুন) সকাল নয়টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ৩৬ লাখ তিন হাজার ৭৭ জন এবং মারা গেছেন ছয় লাখ তিন হাজার ৫২৬ জন।
আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন তিন কোটি এক লাখ ৩৪ হাজার ৪৪৫ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন তিন লাখ ৯৩ হাজার ৩১০ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৮৩ লাখ ২২ হাজার ৭৬০ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ১১ হাজার ১৪২ জন।
এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার ভ্যাকসিন নিয়েছেন ২৮০ কোটি ৬৪ লাখ ৯৬ হাজার ৮৬ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ