17 C
আবহাওয়া
৫:১৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » স্বাধীনতা দিবসে রৌশন ফকির দরগাহ মাদ্রাসায় আলোচনা সভা

স্বাধীনতা দিবসে রৌশন ফকির দরগাহ মাদ্রাসায় আলোচনা সভা


বিএনএ, ফেনী:মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের রৌশন ফকির দরগাহ মাদ্রাসায় আলোচনা সভা, খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ মার্চ) সকালে মাদ্রাসা মিলনায়তনে এই দোয়া মাহফিল, খতমে কুরআন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রৌশন ফকির দরগাহ মাদ্রাসার সুপার মাওলানা মনজুরুল মাওলা সর্দারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সেক্রেটারি, ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ নিউজ এজেন্সি’র (বিএনএ) সম্পাদক মিজানুর রহমান মজুমদার।

মাদ্রাসার সহ সুপার মাওলানা শামীম আলমের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা ফয়জুল আলম, মাওলানা আলাউদ্দিন মিয়াজি, হাফেজ নুরুল ইসলাম, আসাদুজ্জামান নূর, মাষ্টার আরাফাত হোসেনসহ কমিটির সদস্য ও অভিভাবকরা।

সবশেষে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সুপার মাওলানা মনজুরুল মাওলা সর্দার।

বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন,ওজি

Loading


শিরোনাম বিএনএ