31 C
আবহাওয়া
২:৪৫ অপরাহ্ণ - মে ৯, ২০২৪
Bnanews24.com
Home » ‘শেষ থেকেই যেন আবার শুরু আইপিএল’

‘শেষ থেকেই যেন আবার শুরু আইপিএল’

'শেষ থেকেই যেন আবার শুরু আইপিএল'

বিএনএ ডেস্ক, ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এর ১৪ তম আসর যেখানে শেষ হয়েছিল ঠিক সেখান থেকেই যেন শুরু হচ্ছে ১৫ তম আসর।

২০২১ সালের ফাইনালে কোলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে হারিয়ে চতুর্থবার আইপিএল জয় করে চেন্নাই সুপার কিংস। ১৫ তম আসরের উদ্বোধনী দিনে আজ সেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামছে দুই বার আইপিএল এর শিরোপা জয়ী কেকেআর।

শনিবার (২৬ মার্চ) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

এবারের আইপিএল’র ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ মে। টানা দুই মাস ধরে চলবে ১৫ তম আসর। এর আগের ১৪ টি আসরে ৮টি করে দল অংশ নিলেও এবার অংশ নিচ্ছে মোট ১০টি দল। এবারের আইপিএল’র দুই গ্রুপ থেকে চারটি দল সেমিফাইনাল খেলবে। সেখান থেকে দুটি দল খেলবে ফাইনাল। প্রতিদিন বাংলাদেশ সময় বিকেল ৪ টা ও রাত ৮টায় দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

তবে উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগেই বড় ধাক্কা খেয়েছে চেন্নাই। দলটির তারকা অলরাউন্ডার মইন আলীর প্রথম ম্যাচ খেলা নিয়ে শঙ্কা কাটেনি। ভারতে যাবার প্রয়োজনীয় কাগজপত্র হাতে না পাওয়ায় এ শঙ্কা তৈরি হয়েছে। তবে চেন্নাইয়ের হয়ে অভিষেক হতে পারে নিউজিল্যান্ডের তারকা ওপেনার ডেভন কনওয়ের।

এদিকে চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে দুশ্চিন্তা আছে কেকেআর শিবিরেও। দেশের খেলা থাকায় প্রথম পাঁচ ম্যাচে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সকে পাচ্ছে না কলকাতা। সেই সাথে আইসোলেশন থাকায় খেলতে পারছেন না নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিও। ফলে প্রথম ম্যাচে দেশিয় বোলারদের ওপর ভরসা করেই মাঠে নামতে হবে কোলকাতাকে।

রবিবার প্রথম ম্যাচে মুখোমুখি হবে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। রাত ৮ টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পাঞ্জাব কিংস বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ