15 C
আবহাওয়া
৯:৫৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১, ২০২৫
Bnanews24.com
Home » গুইমারায় নবাগত ওসির পরিচিতি ও মতবিনিময় সভা

গুইমারায় নবাগত ওসির পরিচিতি ও মতবিনিময় সভা

গুইমারায় নবাগত ওসির পরিচিতি ও মতবিনিময় সভা

বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারা থানার উদ্যোগে নবাগত অফিসার ইনর্চাজের যোগদান উপলক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারী) সকালে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গুইমারা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রাজিব চন্দ্র কর।  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সদস্য চাইথোয়াই চৌধুরী, গুইমারা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সমীরণ পাল, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, গুইমারা উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব শীল, ছাত্রলীগ সভাপতি আনন্দ সৌমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা।

গুইমারা থানার নবাগত অফিসার ইনচার্জ রাজিব চন্দ্র বিশ্বাস বলেন, আমি এখানে আসার পর থেকে এই উপজেলাবাসী  যে আন্তরিকতা দেখিয়েছে এতে আমি মুগ্ধ। আমি আমার সাধ্যমত অন্যায় অপরাধের বিরুদ্ধে আইনী অভিযান পরিচালনা করবো। আমি সকলের সহযোগিতা কামনা করি।

বিএনএ/ আনোয়ার হোসেন/ বিএম/ ওজি

Loading


শিরোনাম বিএনএ