21 C
আবহাওয়া
৬:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ৬ আসনে পরিবর্তন এনে জাতীয় নির্বাচনের সীমানা চূড়ান্ত

৬ আসনে পরিবর্তন এনে জাতীয় নির্বাচনের সীমানা চূড়ান্ত

৬ আসনে পরিবর্তন করে জাতীয় নির্বাচনের সীমানা চূড়ান্ত

বিএনএ: দ্বাদশ জাতীয় নির্বাচনের সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে ২০১৮ সালের নির্বাচনের সীমানার সর্বোচ্চ ছয়টি আসনে পরিবর্তন আনা হয়েছে। এ বিষয়ে কোনো আপত্তি থাকলে আগামী ২০ দিনের মধ্যে তা কমিশনকে জানানোর নির্দেশনা দেয়া হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কমিশন সচিবালয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।

তিনি বলেন, ‘আদমশুমারির খসড়া রিপোর্টের ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ করতে গেলে রাজধানী ঢাকাসহ শহর এলাকাগুলোতে আসন সংখ্যা বেড়ে যাবে, কমে যাবে গ্রামাঞ্চলে। এ কারণে এবার সীমানা নির্ধারণে প্রশাসনিক পরিবর্তনকে গুরুত্ব দেয়া হয়েছে।

কমিশনার আলমগীর বলেন, প্রশাসনিক পরিবর্তন হয়েছে এমন সর্বোচ্চ ছয়টি আসনে পরিবর্তন এনে সীমানার খসড়া চূড়ান্ত করেছে কমিশন। এই খসড়ার ওপর কোনো দাবি বা আপত্তি থাকলে আগামী ২০ দিনের মধ্যে তা কমিশনকে জানাতে হবে।’

আপত্তি শুনানি শেষে আগামী জুনে দ্বাদশ জাতীয় নির্বাচনের চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে চলতি বছরের ৩১ অক্টোবর থেকে দ্বাদশ সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হবে। এর আগেই ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণ করতে চায় ইসি।

উল্লেখ্য, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫টি আসনের সীমানায় পরিবর্তন এনেছিল ইসি।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ