30 C
আবহাওয়া
১০:০৪ অপরাহ্ণ - আগস্ট ১৬, ২০২৫
Bnanews24.com
Home » সাবেক মেম্বার খুন, বাবা ছেলে গ্রেফতার

সাবেক মেম্বার খুন, বাবা ছেলে গ্রেফতার


বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার মামলায় বাবা ছেলেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বেলতৈল গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. আব্দুল সাত্তার (৭০)ও তার ছেলে আব্দুল মমিন (১৯)। রোববার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪’র সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে ওই দিন ভোররাতে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৪’র মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, উপজেলার বেলতৈল গ্রামের সাবেক ইউপি সদস্য আবু সাইদ ও একই এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মো. আব্দুল সাত্তারের মধ্যে দীর্ঘদিন যাবত টাকার লেনদেন নিয়ে বিবাদ চলে আসছিল। ঘটনার দিন গত ২২ ফেব্রুয়ারী বিকালে ভিক্টিম আবু সাইদ বনগ্রাম চৌরাস্তা বাজারে ওষুধ কিনতে যান। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হলেও আবু সাইদ বাড়ি না ফেরায় তার ছেলেরা খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে পান ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় আবু সাইদের নম্বরে ফোন করলে পাশেই মোবাইল বেজে ওঠে। সেখানে খোঁজাখুঁজি করে পানক্ষেতের ড্রেনে অর্ধেক মাটিতে পুঁতে রাখা অবস্থায় সাইদকে দেখতে পান স্বজনরা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এই ঘটনার পরদিন নিহতের ছেলে বাদী হয়ে নান্দাইল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতার আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেফতার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বিএনএ/ হামিমুর রহমান, বিএম,ওজি

Loading


শিরোনাম বিএনএ